চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে


 চট্টগ্রামের পূর্ব মাদারবাড়ি এলাকার জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস কর্মীরা। 


এর আগে আজ ভোরে ওই জুতার কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ভোরেই ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। 

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আনিসুর রহমান সংবাদমাধ্যমকে জানান, মাদারবাড়ির জুতার কারখানায় আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।


প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলেও জানান তিনি। 

Post a Comment

Previous Post Next Post

Contact Form