দিনাজপুর-রংপুর মহাসড়ক : পৃথক দুর্ঘটনায় নিভল ৩ প্রাণ


 দিনাজপুরের চিরিরবন্দরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে চিরিরবন্দর উপজেলার চম্পাতলী বাজার ও ভুষিরবন্দর বাজার এলাকায় এই দুটি দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের বড় হাশিমপুর মন্টুশাহপাড়া এলাকার আতাবউদ্দিনের ছেলে আমিন (৫০), নশরতপুর ইউনিয়নের রানীপুর এলাকার সাবেক ইউপি সদস্য সইমদ্দিনের ছেলে আব্দুস সবুর (৪৫) ও আলোকডিহি ইউনিয়নের ঘাটেরপাড়া কলেজমোড় এলাকার বাসিন্দা ভ্যানচালক শনু (৪৫)।


দুর্ঘটনায় আহত হন নিহত আমিনের স্ত্রী মেরি (৪৫)। তাঁকে সৈয়দপুরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।


প্রত্যক্ষদর্শী এনজিওকর্মী বাছেদ সরকার জানান, বিকেলে একটি এনজিও থেকে টাকা তোলার জন্য স্বামী আমিন ও স্ত্রী মেরি রানীরবন্দর এলাকায় এসেছিলেন। পরে বিকেলে তাঁরা একটি ভ্যানযোগে বাড়ি ফেরার সময় পেছন থেকে একটি ড্রাম ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে তাঁরা ছিটকে পড়ে গেলে ড্রাম ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই আমিন ও ভ্যানচালক শনু মারা যান। পরে আহতাবস্থায় উদ্ধার করে মেরিকে নীলফামারী জেলার সৈয়দপুরের একটি হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।


এদিকে বিকেল ৩টার দিকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার সময় ভুষিরবন্দর এলাকায় একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নিহত হন আব্দুস সবুর।


চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ বলেন, দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা একটি ড্রাম ট্রাকে অগ্নিসংযোগ করে। উদ্ধারকাজে আসা ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিভিয়ে ফেলে।


হাইওয়ে থানার ওসি আলী নেওয়াজ মোহাম্মদ মাসুদ বলেন, দুর্ঘটনার পরপরই হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালিয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক। আহত নারীকে সৈয়দপুরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Post a Comment

Previous Post Next Post

Contact Form