নয় নয় করে প্রায় ১২ ঘণ্টা হতে চলেছে। কিন্তু এখনও দাউদাউ করে জ্বলছে চট্টগ্রামের (Chattogram Fire) বেসরকারি কন্টেনার ডিপো। সেখানে হাইড্রোজেন পারঅক্সাইড-সহ (Hydrogen Peroxide) বিপুল পরিমাণ দাহ্য রাসায়নিক (Chemicals) মজবুত রয়েছে বলে জানা গিয়েছে। তাই পরিস্থিতি অত্যন্ত গুরুতর হয়ে ওঠার আশঙ্কা করছে স্থানীয় মানুষ। রবিবার সকাল পর্যন্ত ওই ডিপো থেকে ১৯ জনের দেহ উদ্ধার করা হয়। দুপুরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩৫। এখনও পর্যন্ত আহতের সংখ্যা ৪৫০। হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা।
Tags
News
