পাবনায় একটি মার্কেট ও চাউলের গোডাউনে দুই দফায় ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। ফায়ার সার্ভিসের ৪ ইউনিট ৪ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবী করেছেন।
বুধবার সকালে এবং মঙ্গলবার রাতে জেলার আমিনপুর থানার নগরবাড়ি ঘাট সংলগ্ন মাদারি সরদারের মার্কেটে দুই দফা এই অগ্নিকাÐের ঘটনা ঘটে।
পাবনার ফায়ার সার্ভিসের লিডার কামরুল হক জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে মাকের্টে বন্ধ থাকা একটি মুদি দোকান থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। এতে দ্রুত ওই মার্কেটে থাকা চাউল গোডাউন, ভূসির দোকান, টিনের দোকানসহ অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বেড়া ও কাশিনাপুর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় ৪ ঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনেন।
এদিকে বুধবার সকালে নিয়ন্ত্রণ আসা আগুন থেকে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় খবর পেয়ে ফায়ার সার্ভিসের আরও ২টি ইউনিট ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। রাতে আগুন ভালোভাবে নিয়ন্ত্রণে না আনায় সকালে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে দোকান মালিকরা অভিযোগ করেন।
ব্যবসায়ী মানিক হোসেন অভিযোগ করে বলেন, ‘রাত ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। এসময় কাশিনাথপুর ও বেড়া ফায়ার সার্ভিসকে ফোন দেয়া হয়। খবর দেয়ার বেশ কিছুক্ষণ পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তারা দেরি করে আসায় আগুন ব্যাপক আকার ধারণ করে। আগুন পুরোপুরি না নিভিয়েই তারা ফিরে যায়, ফলে সকালে আবারও আগুন ধরে যায়। দুই দফায় অগ্নিকাণ্ড ও নিয়ন্ত্রণ আনতে দেরি হওয়ায় ক্ষয়-ক্ষতির পরিমাণ বেশি হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে ফায়ার সার্ভিসের লিডার কামরুল হক বলেন, ‘আমরা দ্রুতই ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণ আনি। নিয়ন্ত্রণ নেয়ার পর মার্কেটের দোকান মালিকদেরকে দোকানের চাউল, ভূসিসহ মালামাল সরিয়ে নিতে বলা হয়। কিন্তু তারা কিছুই সরিয়ে নেননি। ফলে সকালে ভূসির বস্তা থেকে পুনরায় আগুনের সূত্রপাত হয়।’
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলম জানান, দুই দফার আগুনে প্রায় দুই কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। এর মধ্যে আনোয়ার হোসেন খান এবং মন্টুর গোডাউনে বাদাম ও মাসকলাই পুড়ে প্রায় ৮০ লক্ষ টাকা, চাউল গোডাউনের মধ্যে রতন সাহার ১২ লাখ, হাসান আলীর ১২ লাখ, টিপু বিশ্বাসের ১০ লাখ ও মোহাম্মদ সেলিমের ১২ লাখ এবং উত্তম কুমারের মুদি দোকানের ৫ লাখ টাকাসহ প্রায় ২ কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে ব্যবসায়ীরা দাবী করেছে। তিনি আরো জানান, তদন্ত করে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানানো হবে।
Disclaimer: Every image and text on my website is subject to copyright law and the website is protected by DMCA. Please do not use any content on the website without my permission. If you use it without permission, I will be subject to legal action.
